মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সফলভাবে ব্রিটেনে অক্সফোর্ডের টিকা দেওয়া হলো

আ স ম মাসুম, যুক্তরাজ্য

স্থানীয় সময় গতকাল সকাল ৭টা ৩০ মিনিটে অক্সফোর্ডের চার্চিল হাসপাতালে অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ দেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধজয়ের আরও একটি ধাপে এগিয়ে গেল ব্রিটেনসহ বিশ্ব। ৮২ বছর বয়সী ব্রায়ান পিংকার প্রথম এ টিকা গ্রহণ করেন। তিনি একজন কিডনি ডায়ালাইসিস রোগী।

টিকা নেওয়ার পর ব্রায়ান বলেন, ‘আমি গর্বিত যে মানবকল্যাণের জন্য বানানো এ টিকার প্রথম ডোজ পেয়েছি। এখন আমি আমার ৪৮তম বিবাহবার্ষিকী উদ্যাপনের আশা করতে পারি।’

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ ঐতিহাসিক    মুহূর্তকে বলেছেন, ‘ভাইরাসের বিরুদ্ধে যুক্তরাজ্যের যে যুদ্ধ তাতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা হলো। কারণ এ টিকা মানুষকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে। সেই সঙ্গে এটি সঠিকভাবে কাজ করলে আমরা চলমান বিধিনিষেধ থেকে বেরিয়ে আসতে পারব।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল হেলথ সার্ভিস হাসপাতালের শীর্ষ নার্সিং কর্মকর্তা স্যাম ফস্টার বলেন, ‘এটা গৌরবের বিষয় যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজটি সফলভাবে দেওয়া হয়েছে; ঠিক যেখানে টিকা প্রস্তুত হয়েছে সেখান থেকে মাত্র কয়েক শ মিটার দূরে।’

এদিকে টিকা দেওয়ার আগে জানানো হয়, ৫ লাখ ৩০ হাজার টিকা ব্রিটেনের ছয়টি এনএইচএস ট্রাস্ট হাসপাতালে রবিবারের আগেই পৌঁছে দেওয়া হয়। এ ছয়টি হাসপাতাল অবস্থিত অক্সফোর্ড, লন্ডন, সাসেক্স, ল্যাঙ্কাশায়ার ও ওয়ারউইকশায়ারে। এ ছাড়া সপ্তাহের শেষের আগেই কয়েক শ জিপি ও কেয়ার হোমে আরও ১৫ লাখ টিকা পৌঁছানোর কাজ চলছে। ভ্যাকসিন দেওয়ার দিন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক অনুরোধ করেছেন, ভ্যাকসিন কার্যক্রম চললেও মানুষকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। উল্লেখ্য, টানা ছয় দিনের মতো ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে রবিবার। এদিন পর্যন্ত ব্রিটেনে আক্রান্ত ২৬ লাখ ৫৪ হাজার ৭৭৯ আর মারা গেছেন ৭৫ হাজার ২৪ জন।

সর্বশেষ খবর