শিরোনাম
মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পি কে হালদারের সহযোগী তিন দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

দুর্নীতির মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী শংখ বেপারীকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এ বিষয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান, অনুসন্ধানে বের হয়ে এসেছে, আসামি শংখ বেপারী              পলাতক পি কে হালদারের সহযোগী। তার মাধ্যমে পি কে হালদার অবৈধ অর্থ বিভিন্ন জায়গায় নিয়েছেন, প্রাথমিকভাবে এমন প্রমাণ পাওয়া গেছে। তার দখলে পি কে হালদারের ফ্ল্যাট পাওয়া গেছে। যেটা পি কে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। পি কে হালদারের অর্জিত অর্থ এখন শংখ বেপারীর কাছে আছে। এ কারণে তাকে  গ্রেফতার করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া পি কে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ২৯ ডিসেম্বর ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ পি কে হালদারের স্থাবর সম্পদগুলো ক্রোকের জন্য আদালতে আবেদন করা হয়।

 

সর্বশেষ খবর