বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্ত্রী সন্তানকে হত্যা করে নৈশকোচে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী পলি খাতুন (২৫) এবং শিশুকন্যা ফারিয়াকে (৫) শ্বাসরোধে হত্যার ঘটনায় ঘাতক ফিরোজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে ঢাকার গাবতলী এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় স্ত্রী ও শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। তবে ফিরোজের আড়াই বছরের শিশুপুত্র ফাহিম বেঁচে যায়। রাত দেড়টার দিকে ফাহিমের কান্না শুনে ফিরোজের বাবা-মা ঘরে প্রবেশ করেন। এ সময় তারা পলি ও ফারিয়াকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আমাদের নিজস্ব প্রতিবেদক রাজশাহী এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ঘাতক ফিরোজ বিয়ের আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকার জুলহাস আলীর মেয়ে পলির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে নেশার টাকার জন্য ফিরোজ বাসার বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। এ নিয়ে স্ত্রী পলির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। মাঝে মধ্যে ফিরোজ তার স্ত্রীকে শারীরিক নির্যাতনও করতেন। পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) খালিদ জানান, ফিরোজ আরপি এলিগেন্স বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। একটি সড়ক দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। এরপর থেকে অতিমাত্রায় তিনি হেরোইনে আসক্ত হয়ে পড়েন। মাঝে মধ্যেই স্ত্রী পলির সঙ্গে ঝগড়া হতো ফিরোজের। এই ক্ষোভ থেকে স্ত্রী ও কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। গলায় আঘাতের চিহ্ন না থাকায় এবং পাশে বালিশ পড়ে থাকায় ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর