বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক

মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ক্রমেই তার হিমোগ্লোবিনের পরিমাণ কমে আসছে। গতকাল দুপুরে মওদুদ আহমদের চিকিৎসায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। মেডিকেল বোর্ডের প্রধানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম    আলমগীর কথা বলে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ তথ্য জানিয়ে গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে জানান, স্যারের শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। ব্যারিস্টার মওদুদ আহমদ গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। গতকাল দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মওদুদ আহমদ হাসপাতালে ভর্তি হওয়ার পর দুবার তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এতে নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর