বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

টেকনাফে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা গুলিতে নিহত ১

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় গ্রেফতার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গোলাগুলিতে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গ্রেফতার আসামি শামসুল আলমের ভাই। তাদের বাড়ি টেকনাফের মিঠাপানির ছড়ায়।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তার ভাষ্য, মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়ায় মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি শামসুল আলমকে আটক করে পুলিশ। রাত সাড়ে ১০টায় তাকে থানায় নিয়ে আসার পথে মিঠাপানির ছড়া এলাকায় একদল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে সড়ক অবরোধ করে। তারা শামসুলকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর             হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন এএসআই রতন মিয়া (৩১), কনস্টেবল শরিফুল (৪৬) ও বলরাম (২৫)। ওসি হাফিজুর রহমান বলেন, গোলাগুলিতে শামসুল আলমের ভাই অর্থ পাচার ও মাদক মামলার পলাতক আসামি খোরশেদ আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে তিনি কার গুলিতে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। শামসুল আলম ওরফে কালা শামসু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি। তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য খোরশেদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শামসুল ও খোরশেদের আরেক ভাই নুরুল আলমের ভাষ্য, গতকাল রাজার ছড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। খেলা দেখার জন্য তার বড় ভাই শামসুল সেখানে যান। খেলা চলার সময় কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে টেনে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে টেকনাফের দিকে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে দেড় কিলোমিটার দূরে মিঠাপানির ছড়া বাজার এলাকায় কিছু লোক সড়কে অবরোধ সৃষ্টি করে গাড়িটি ধরার চেষ্টা করে। এ সময় গাড়ি থেকে গুলি করা হয়। গুলিতে তার ছোট ভাই খোরশেদ আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকারিয়া মাহমুদ বলেন, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকের বাঁ পাশে একটি গুলির চিহ্ন আছে। রাত সাড়ে ১২টায় পুলিশের আহত তিন সদস্য হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর