শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আবাহনীকে হারিয়ে ফের ফাইনালে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

একসময় মোহামেডান-আবাহনী ম্যাচে উত্তাপ ছড়াত। দেশ দুই শিবিরে ভাগ হয়ে যেত। এখন মোহামেডানের বদলে উত্তাপ ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের লড়াই ঘিরে। ২০১৮ সালে পেশাদার ফুটবলে আবির্ভাব ঘটলেও অল্প দিনেই ফুটবলপ্রেমীদের মন জয় করেছে বসুন্ধরা কিংস। এখন কিংস-আবাহনী লড়াই মানে আলোচনার ঝড় বয়ে যাওয়া। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল সেমিফাইনালে দুই জায়ান্ট মুখোমুখি হয়। প্রথমে পিছিয়ে থেকেও আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। এর আগে ঢাকা মোহামেডান, আবাহনী ও শেখ জামাল টানা তিনবারের ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে। রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে লড়বে কিংস। প্রথম সেমিতে সাইফ ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে টুর্নামেন্টের প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। এবারের আসরে গতকালই সর্বোচ্চ দর্শকের সমাগম ঘটে। বাংলাদেশের সেরা দুই দলের ফাইনাল খেলার কথা। অথচ ফিকশ্চারের কারণে লড়তে হলো শেষ চারে। শুরু থেকেই বসুন্ধরা কিংস ও আবাহনী গতিময় খেলা খেলে। বিদেশিসহ স্থানীয়রা ম্যাচে নিজেদের উজার করে দেয়। তবে ফার্নান্দেস, রবিনহো ও রাউলের সমন্বয়ে কিংসের আক্রমণের ধারটা ছিল বেশি। ফার্নান্দেসের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বার বার তিনি প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করছিলেন। সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিল না কিংস।

অন্যদিকে আবাহনীও গুছিয়ে খেলতে থাকে। সাইঘানি এদিন ততটা সুবিধা করতে না পারলেও ফ্রান্সিসকো, বেলফোর্ট ও রাফায়েলের পরিশ্রমী খেলা চোখে পড়ে। বিশেষ করে বেলফোর্টকে রুখতে কিংস হিমশিম খাচ্ছিল। ৩১ মিনিটে ফ্রান্সিসকোর গোলে আবাহনী এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে কিংস। ৫১ মিনিটে সমতায় ফিরে তারা। জনাথন ফার্নান্দেস চমৎকারভাবে জালে বল পাঠান, নির্ধারিত সময় ম্যাচ ১-১ গোলে ড্র থাকে।  অতিরিক্ত ৩০ মিনিটে কিংসের দেখা মিলে কিং রূপেই। ১১১ মিনিটে রাউল অস্কারের গোলে ২-১ গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ১২০ মিনিটে নাবিব নেওয়াজ জীবন জালে বল পাঠান। কিন্তু রেফারি অফ সাইডের বাঁশি বাজালে আবাহনীর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। বরং একেবারে শেষ মুহূর্তে জনথনের গোলে কিংসের ফাইনাল নিশ্চিত হয়।

সর্বশেষ খবর