শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কভিশিল্ড আমদানির অনুমোদন পেল বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক

জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ কভিশিল্ড আমদানি ও বিতরণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দিয়েছে সরকার।

এ অনুমোদনের ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ ভ্যাকসিন আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করতে পারবে। গতকাল ঔষধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) উপপরিচালক মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ায় তারা (বেক্সিমকো) এ টিকা সরকারি ও বেসরকারি হাসপাতাল বা কোনো টিকা কর্মসূচিতে সরবরাহ করতে পারবে।’

মো. সালাউদ্দিন বলেন, ‘যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জরুরি ব্যবহারের জন্য এ ভ্যাকসিনের অনুমোদন দেওয়ায় আমরাও অনুমোদন দিতে পেরেছি।’ এর আগে গতকাল দুপুরে ডিজিডিএতে এক বৈঠকে ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি টিকার জরুরি অনুমোদনের জন্য সুপারিশ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর