মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
সরকারি দলে বাগযুদ্ধ চলছেই

রাজপথ ও আইনগত মোকাবিলার ঘোষণা খোকনের

নিজস্ব প্রতিবেদক

রাজপথ ও আইনগত মোকাবিলার ঘোষণা খোকনের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ‘মানহানিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলার আবেদন হয়েছে ঢাকার আদালতে; যা আইনসংগত মোকাবিলার ঘোষণা দিয়েছেন সাঈদ খোকন।

গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘তাপসের মানসম্মানের বাজারমূল্য কত? মামলার পূর্ণাঙ্গ বিবরণী পেলে জানতে পারব। আইনসংগত মোকাবিলার পাশাপাশি রাজপথে দেনা-পাওনার হিসাব হবে, ইনশা আল্লাহ।’ তিনি আরও বলেন, ‘তাপস মেয়রের দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করছেন। আমি তাকে বলব রাঘববোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। তারপর চুনোপুঁটির দিকে দৃষ্টি দিন।’ সাঈদ খোকন বলেন, ‘ফুলবাড়িয়া মার্কেটে সিটি করপোরেশন যে উচ্ছেদ অভিযান চালিয়েছে সে ব্যাপারে আমি আগেও বলেছি এটা সম্পূর্ণভাবে অবৈধ। কারণ আদালত কর্তৃক নির্দেশিত হয়ে ব্যবসায়ীদের বৈধকরণের আবেদন নিষ্পত্তির লক্ষ্যে আমরা করপোরেশনের বোর্ডসভায় সর্বসম্মতিক্রমে আলোচিত মার্কেটগুলোর নকশা সংশোধন ও বকেয়া ভাড়া আদায় সাপেক্ষে বৈধ ব্যবসা পরিচালনার অনুমতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। বোর্ডসভার সিদ্ধান্ত মোতাবেক সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ নকশা সংশোধন করে এবং রাজস্ব বিভাগ সাত-আট বছরের বকেয়া ভাড়া আদায় করে ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনা করার অনুমতি দেয়।’

সাবেক মেয়র এ উচ্ছেদকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম বিনা নোটিসে দক্ষিণ সিটি অবৈধ উচ্ছেদের মাধ্যমে বুলডোজার দিয়ে হাজার হাজার বৈধ দোকান গুঁড়িয়ে দিল। ফলে হাজার হাজার দোকান মালিক ও কর্মচারী সপরিবার পথে বসে গেলেন। আমি সাবেক মেয়র হিসেবে এ অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর