মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আরও তিন মাস শিক্ষার্থীদের করতে হবে অ্যাসাইনমেন্ট

আকতারুজ্জামান

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফের অ্যাসাইনমেন্ট করতে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত সিলেবাসের আওতায় শিক্ষার্থীদের শিখন মূল্যায়নের জন্য এ অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত এ সিলেবাস নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের কাছে পাঠিয়েছে এনসিটিবি। তবে, প্রাথমিক শিক্ষার্থীদের এজাতীয় কোনো অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেনি প্রাথমিক শিক্ষা অধিদফতর। জানা গেছে, বাংলা, ইরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, কৃষিশিক্ষা ও গার্হস্থ বিজ্ঞান- এ সাতটি বিষয়ের প্রণীত সিলেবাস ও অ্যাসাইনমেন্টের হার্ড কপি ও সফট কপি মাউশিতে পাঠিয়েছে এনসিটিবি।  পর্যায়ক্রমে অন্য বিষয়গুলোর সিলেবাস ও অ্যাসাইনমেন্ট পাঠানো হবে। তথ্যমতে, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এ ছুটি আরও বাড়ানো হবে। তাই বন্ধ থাকাকালীন এ উদ্যোগ নিয়েছে এনসিটিবি। আর নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে ফের চালু হবে সংসদ বাংলাদেশ টিভি, রেডিওসহ ভার্চুয়াল ক্লাস। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কবে খুলবে তা নিশ্চিত করে বলা যায় না। শিক্ষার্থীদের লেখাপড়ার মধ্যে রাখতে নতুন শিক্ষাবর্ষের আগামী ১২ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিতে মাউশিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, রমজানের আগ পর্যন্ত এ অ্যাসাইন শিডিউল করা হয়েছে। মাউশি এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে সারা দেশের শিক্ষকদের জানিয়ে দেবে। এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, বিদ্যালয় বন্ধ থাকলেও এ শিশু শিক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না। দুর্গম এলাকায় অনেক প্রাথমিক বিদ্যালয় থাকায় এ কার্যক্রম করা হচ্ছে না। তবে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে অধিদফতরের পক্ষ থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর