মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ড

৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর  ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিটিকে ১৫ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ প্রদান করা হবে না এবং ওই হাসপাতালের লাইসেন্স বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। গতকাল  বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদফতরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক, মুনতাসির উদ্দিন আহমেদ ও হাসান এম এস আজিম। তাদের সঙ্গে ছিলেন নিয়াজ মোহাম্মদ মাহবুব ও সাহিদা সুলতানা শিলা। আর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন মোস্তাফিজুর রহমান খান ও কাজী এরশাদুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর