মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাকাত আত্মসাৎ মামলায় সাঈদীসহ ছয় জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদন্ডে দন্ডিত সাঈদীর উপস্থিতিতে গতকাল পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়। বিচারক সৈয়দা হোসনে আরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করেছেন। অন্য আসামিরা হলেন- ইফার সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইফার মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আবদুল হক ও বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস। এদের মধ্যে সাঈদীসহ চারজনকে আদালতে হাজির করা হয়। তবে আবুল কালাম আজাদ ও আবদুল হক পলাতক রয়েছেন। আদালতে উপস্থিত আসামিরা অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন। আসামিদের পক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে দুদকের পক্ষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর