বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিটি কেন বেহাল

ঢাকা সিটি করপোরেশনে সংকট ছিল যুগের পর যুগ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক সবকিছু বদলে দিয়ে আধুনিক ঢাকা গড়ার দেড় বছরের অক্লান্ত চেষ্টায় ছিলেন। তার অকাল প্রয়াণে সব কাজ সম্পন্ন হয়নি। অন্যদিকে আনিসুল হকের সঙ্গে পাল্লা দিয়ে সাঈদ খোকনও কিছুটা পরিবর্তনের উদ্যোগ নেন। এক মেয়াদে তার চলে যাওয়ার পর দুই সিটিতে এখন নতুন মেয়র। এখনো সমস্যার জালে সিটি। বছরজুড়েই আছে উন্নয়নের খোঁড়াখুঁড়ি। মশায় অতিষ্ঠ নগরবাসী। দূষিত নগরীর তালিকায় শীর্ষে ঢাকা। যেখানে-সেখানে ময়লার ভাগাড়। পরিবহনে আসেনি শৃঙ্খলা। যত্রতত্র পার্কিং। রাজধানীর রাস্তাঘাট ভাঙাচোরা আর খানাখন্দে ভরা। খাল ও ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়া হলেও পর্যাপ্ত কারিগরি দক্ষ জনবল ও অর্থাভাবে কাজ চলছে ধীরগতিতে। সিটি কেন বেহাল- এ প্রশ্নের উত্তর জানতে চার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদ আজহার

 

৪৫ সেবা সংস্থার সমন্বয় প্রয়োজন

 

করপোরেশনকে ব্যবসা নয় সেবা দিতে হবে

 

কথা কম কাজ বেশি করতে হবে

 

বিশেষজ্ঞদের নিয়ে কার্যকর মাস্টারপ্ল্যান জরুরি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর