বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কথা কম কাজ বেশি করতে হবে

------- ইলিয়াস কাঞ্চন

কথা কম কাজ বেশি করতে হবে

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, এখন সিটি করপোরেশনের মেয়ররা কথা বলেন বেশি, কাজ করেন কম। কিন্তু যারা কাজ বেশি করেন, তারা মুখে  এত কথা বলেন না। প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন ব্যতিক্রম। তিনি দেড় বছরে যা করে গেছেন, এখনকার মেয়ররা ছয়-সাত বছরেও তা করতে পারছেন না। রাজধানীতে এখন মশার প্রাদুর্ভাব সম্পর্কে সবারই কমবেশি জানা আছে। নিধনে কার্যকর কোনো উদ্যোগ নেই। কিন্তু সবাই আছেন কথামালায়। যারা মশাই মারতে পারছেন না, তারা এত বড় বড় কথা বলেন কীভাবে!

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন। আলাপচারিতায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সিটি কেন বেহাল সেই প্রশ্নের উত্তর উঠে এসেছে সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান ও সাবেক মেয়রের বক্তব্যেই। একজন নতুন মেয়র পুরনো মেয়রকে বললেন, তিনি অবৈধভাবে অনেক কাজ করেছেন। তার নামে মামলাও করা হলো। পরে তা তুলে নেওয়া হলো। সাবেক মেয়র বললেন, সিটি করপোরেশনের টাকা বর্তমান মেয়রের ব্যাংকে আছে। দুই সিটি মেয়রের দুর্নীতি বেরিয়ে আসার ভয়ে দুজনই এখন চুপ করে আছেন। তিনি বলেন, কাজের চেয়ে কথা এখন বেশি হচ্ছে। এসব কথা বলেই জনগণকে সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে। কারও কোনো জবাবদিহি নেই। জবাবদিহি থাকলে তাহলে হয়তো জনগণের এত ভোগান্তি থাকত না। যেহেতু জবাবদিহি নেই, তাই নিজেদের মতো করেই কাজ করছেন সবাই। কাজের প্রতি তাদের সদিচ্ছা থাকতে হবে। ইলিয়াস কাঞ্চন বলেন, রাজধানীর বাস টার্মিনালগুলো নিয়ে তাদের কাজ করার সুযোগ আছে। ফুটপাথগুলো দখলমুক্ত করা যাচ্ছে না। রিকশা নিয়ে কাজ করার সুযোগও আছে। কিন্তু তারা কী করছে। রিকশার লাইসেন্স থাকতে হবে। তাদের ট্রেনিংও দিতে হবে। তাদের আইন মেনে চলতে হবে। ট্রেনিং না দিয়ে তাদের লাইসেন্স দেওয়া যাবে না। এখন নগরীর সবকিছুতেই চলছে বিশৃঙ্খলা। এ জন্য সরকার ও সিটি করপোরেশনকে সদিচ্ছার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর