বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিশেষজ্ঞদের নিয়ে কার্যকর মাস্টারপ্ল্যান জরুরি

------- গোলাম মোর্তোজা

বিশেষজ্ঞদের নিয়ে কার্যকর মাস্টারপ্ল্যান জরুরি

সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজা বলেছেন, ঢাকা শহরকে একটি সিস্টেমে নিয়ে আসতে হলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান করতে হবে। কিন্তু ঢাকা  শহরকে নিয়ে সে ধরনের পরিকল্পনা নেই। মেয়ররা সিটির উন্নয়ন নিয়ে শুধু চটকদার কথাবার্তাই বলছেন। বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেই। এ ক্ষেত্রে মেয়র আনিসুল হক ছিলেন ব্যতিক্রম। তিনি শুধু মুখেই বলেননি, অনেক দৃশ্যমান কাজও করেছেন অল্প সময়ে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন। আলাপচারিতায় সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা বলেন, বর্তমান দুই সিটি মেয়র ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখন তাদের কাজের সঙ্গে পরিকল্পনার যথেষ্ট ঘাটতি রয়েছে। রাজধানীতে ৫৪টি খালের মধ্যে ২৬টি দৃশ্যমান। খাল উদ্ধারে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল বা ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ সময়ে খালে যে ধরনের ময়লা-আবর্জনায় স্তূপ হয়ে আছে, তা বালতি দিয়ে তোলা সম্ভব নয়। প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ব্যবহার করে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। তা না হলে ঢাকার জলাবদ্ধতা কোনোভাবেই দূর করা সম্ভব নয়। তিনি বলেন, ‘ঢাকা সিটিকে নিয়ে আমাদের পরিকল্পনার দুর্বলতা রয়েছে। ঢাকাকে কেউ কেউ সিঙ্গাপুর সিটি বানাতে চান। কেউ তুলনা করছেন ফ্রান্সের প্যারিস বা ইতালির রাজধানী ভেনিসের সঙ্গে। ওয়ান-ইলেভেনের সরকার ঢাকাকে তিলোত্তমা ঢাকা বানানোর ঘোষণাও দেয়। এগুলো ভুল চিন্তা। ঢাকাকে ঢাকার আদলেই গড়ে তুলতে হবে। ঢাকাকে আধুনিকায়ন করতে হলে এর চারপাশের আন্তজেলাগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে। ঢাকাকে নিয়ে ভাবতে হলে বাংলাদেশের বাস্তবতার নিরিখেই ভাবতে হবে।’

সাংবাদিক গোলাম মোর্তোজা বলেন, ‘আমরা এক হাতিরঝিলের পানিকেই দূষণমুক্ত করতে পারি না। হাতিরঝিলের পানির দুর্গন্ধে সবাই অতিষ্ঠ। আবার পুরো ঢাকাকে সিঙ্গাপুর সিটি, ভেনিস বা প্যারিসের সঙ্গে তুলনা করছি। ঢাকার উন্নতি চাইলে কার্যকর মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নিয়েই এগোতে হবে। দুই সিটি মেয়রসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্লিন ইমেজের হতে হবে। সবার সদিচ্ছায় আধুনিক ঢাকা গড়া অনেকাংশেই সম্ভব।’

সর্বশেষ খবর