বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বেশি দামে টিকা কিনে লুটপাটের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

বেশি দামে টিকা কিনে লুটপাটের প্রস্তুতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কাছ থেকে বেশি দামে টিকা কিনে লুটপাটের উৎসবের প্রস্তুতি নিচ্ছে সরকার। তিনি বলেন, ২ ডলারের টিকা ৫ ডলারে কেনা হচ্ছে কেবল দুর্নীতির জন্য। দেশে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। যার শেষ নজির অতিরিক্ত দামে করোনার      টিকা আমদানি। এর মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগরী বিএনপি এ সমাবেশের আয়োজন করে। বিএনপির যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান প্রমুখ। মির্জা ফখরুল বলেন, দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই। সরকার বিচার বিভাগকে শেষ করে দিয়েছে। তাই গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-লড়াই করার সময় এসেছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন এ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হোন। প্রতিবাদ করুন। তাহলে একদিন জনগণের শাসন প্রতিষ্ঠা হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। এ সরকার আপসহীন নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। এ জন্য সময়ে সময়ে মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর