শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাবেক যুবলীগ নেতা কাজী আনিসের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক যুবলীগ নেতা কাজী আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, শিগগিরই এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। মামলার তদন্তে আনিসের নামে ১৪ কোটি ৯৫ লাখ ২৯ হাজার ৮৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া  গেছে বলে জানান তিনি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, কাজী আনিস অবৈধভাবে সম্পদ অর্জন করে  সম্পদ গোপন ও আড়াল করতে স্থানান্তর ও হস্তান্তর করেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে র‌্যাবের অভিযানে ঢাকার বিভিন্ন ক্রীড়া ক্লাবে ক্যাসিনো কারবারে যুবলীগ নেতাদের সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে। ক্যাসিনোকান্ডসহ নানা অনিয়মে যুবলীগের সামনের সারির কয়েকজন নেতা গ্রেফতার হন।  সে সময় কাজী আনিসের কয়েক বছরের মধ্যে বিপুল সম্পদের মালিক হওয়ার তথ্য গণমাধ্যমে এলে গা ঢাকা  দেন এই যুবলীগ নেতা। পরে ১১ অক্টোবর তাকে বহিষ্কার করে যুবলীগ। ওই বছরের ২৯ অক্টোবর কাজী আনিস ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে দুদক আলাদা মামলা করে। আনিসের বিরুদ্ধে মামলায় ক্যাসিনো কারবারের মাধ্যমে ঘোষিত আয়ের বাইরে ১২ কোটি ৮০ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়। এই মামলার তদন্ত করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। যুবলীগের কেন্দ্রীয় অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে ২০০৫ সালে কাজ শুরু করেন কাজী আনিস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর