শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সরকারের পা অনেক নৌকায়

নিজস্ব প্রতিবেদক

সরকারের পা অনেক নৌকায়

ক্ষমতা দখলে রাখতে সরকার ‘অনেক নৌকায় পা’ দিয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ২০-দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। তিনি বলেন, বাংলাদেশ এক অদ্ভুত রাষ্ট্র, যে দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ আছে, আবার ধর্মনিরপেক্ষতাও আছে। একই সংবিধানে গণতন্ত্র ও       সমাজতন্ত্র আছে। আবার বাঙালি ও বাংলাদেশি জাতীয়তাবাদও আছে। ক্ষমতায় থাকার জন্য সব ব্যাপারে কম্প্রোমাইজ করা। দুই নৌকায় পা দিলে ডুবে যেতে হয়। এ সরকার দুই নৌকায় নয়, অনেক নৌকায় পা দিয়ে বসে আছে। যে কোনো সময় পড়ে যাবে। গতকাল দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ২০-দলীয় জোটের এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। ২০-দলীয় জোটের সদ্যপ্রয়াত দুই নেতা জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী ও মুসলিম লীগ চেয়ারম্যান এ এইচ এম কামারুজ্জামান খানের স্মরণে এ সভার আয়োজন করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর