শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মাকে স্যরি লিখে ছেলের আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

‘স্যরি মা’ চিরকুট লিখে চুয়াডাঙ্গায় মিরাজুল হাসান তুষার নামের এক মেডিকেল অ্যাসিসট্যান্ট আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে তিনি তার নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গতকাল সকালে তার মা তরুলতা মন্ডল ঘরে ঝুলন্ত অবস্থায় ছেলেকে দেখে চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত মিরাজুল চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার আবেদ আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট ফাউন্ডেশনে মেডিকেল অ্যাসিসটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করে। তাতে লেখা ছিল, ‘আমি এএসএম মিরাজুল হাসান তুষার স্বেচ্ছায় স্বজ্ঞানে নিজের সম্পূর্ণ ইচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার আত্মহত্যার পেছনে কারও এক বিন্দু পরিমাণ দোষ নেই।’ চিরকুটের এক পাশে বড় করে ইংরাজিতে লেখা আছে ‘স্যরি মা’। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রজ্জু করা হয়েছে বলে ওসি জানান। নিহতের মা তরুলতা ম ল বলেন, কয়েক দিন ধরে তার ছেলে বিষণœ ছিল। বাড়িতে কারও সঙ্গে ভালো করে কথা বলত না। কিন্তু তার আত্মহত্যার কারণ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।

সর্বশেষ খবর