শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সরকার নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ‘৫ জানুয়ারি একতরফা ভোটারবিহীন তামাশার নির্বাচন করে সরকার নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশে একনায়কতন্ত্র চালু করেছে।’ গতকাল এক বিবৃতিতে একথা বলেন তিনি। পীর চরমোনাই বলেন, ‘বিরোধী কণ্ঠ, মত ও পথকে নিশ্চিহ্ন করে বেপরোয়া দেশ শাসন করতে গিয়ে জনগণের নাভিশ্বাস উঠেছে। নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, পানি ও গ্যাসের ভুতুড়ে বিলে স্বল্প আয়ের মানুষ হিমশিম খাচ্ছে। আর এসব নিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয়, সে জন্য বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করতে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। এমনকি ধর্মীয় সভা-সমাবেশ, ওয়াজ মাহফিলও বন্ধ করে দেওয়া হয়েছে। যা দেশের জন্য অশুভ ইঙ্গিত।’

সর্বশেষ খবর