সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কাউন্সিলর খুনের পর উত্তেজনা সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিজয়ী হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে কেন্দ্রের ভিতর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের হাতে নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুন হওয়ায় সিরাজগঞ্জে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

গত শনিবার রাত থেকে নিহতের ভাঙ্গাবাড়ী মহল্লায় উত্তেজনা বিরাজ করছিল। ওই রাতে হামলা-সংঘর্ষে ব্যাপারীপাড়া মহল্লার পাঁচটি হোন্ডা ও একটি প্রাইভেটকার, দুটি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ঘাতকদের গ্রেফতারের দাবিতে দফায় দফায় এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপারীপাড়া ও নতুন ভাঙ্গাবাড়ীর মোড়ে অতিরিক্ত পুলিশ  মোতায়েন রয়েছে। গতকাল সকাল থেকে ওই এলাকায় খুনিদের গ্রেফতারের দাবিতে শত শত নারী-পুরুষ বিক্ষোভ করতে থাকেন। দুপুরের পর ময়নাতদন্ত শেষে কাউন্সিলর তরিকুল ইসলামের মরদেহ বাড়িতে আনা হলে হাজার হাজার নারী-পুরুষ কান্নায় ভেঙে পড়েন। আসরের নামাজ পর ঈদগাহ মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজার পূর্ব সমাবেশে এলাকার মুরব্বিরা খুনি শাহাদত হোসেন বুদ্ধিনসহ অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন। গ্রেফতার না হলে পুরো গ্রাম একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে দুপুর বারোটার দিকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ টি এম মোজাহিদুল ইসলাম ও পুলিশ সুপার হাসিবুল আলমসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা নিহত কাউন্সিলরের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া না হলেও রাত থেকেই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। পুলিশ সুপার হাসিবুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়ার পর সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর