সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ক্ষমতাসীনরা পৌরসভাও দখল করেছে

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীনরা পৌরসভাও দখল করেছে

ভোট ডাকাতি করে ক্ষমতাসীনরা পৌরসভাও দখল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে রাজধানীর শাজাহানপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন ঢাকা বিভাগীয় সমন্বয়ক কমিটির এক সভায় তিনি এই অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, পৌরসভা নির্বাচনেও বেশির ভাগ ক্ষেত্রেই তারা দখল ও ডাকাতি করে নিয়ে গেল। এমনকি খুন পর্যন্ত হয়েছেন সিরাজগঞ্জে একজন কাউন্সিলর। তিনি প্রায় ৮৫ ভাগ ভোট পেয়ে জিতেছিলেন। তাকে হত্যা করা হয়েছে। এমনকি যে ইভিএম নিয়ে তারা (সরকার) এখন ভোট করছে, সেই ইভিএমের মধ্যে যে কারসাজি-কারচুপি করে রাখছে। গোটা রাষ্ট্রযন্ত্রকেই তারা নষ্ট করে ফেলেছে। মির্জা আব্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হক মিলনের পরিচালনায় সভায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, সদস্যসচিব আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, আফরোজা খান রীতা, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, আবুল কালাম আজাদ, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, হুমায়ুন কবির খান, তমিজ উদ্দিন, ফকির মাহবুব আলম স্বপন, মজিবুর রহমান, এলাবার্ট পি কস্টা, শামসুজ্জামান সুরুজ, অপর্ণা রায়, নিপুণ রায় চৌধুরী, মেহেরুন নেছা হক, আ ক ম মোজাম্মেল, এস এম কবির জিন্নাহ, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া, রবিউল ইসলাম রবি, মাজহারুল আলম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর