মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চতুর্থ ধাপে মনোনয়নপত্র জমা ৩২১৬ প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ ধাপে ৫৭ পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩ হাজার ২১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ২৮৪, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫০ এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ২৮২ জন। তবে ফেনীর পরশুরাম পৌরসভায় মেয়রসহ তিন পদেই একজন করে প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে তারা বৈধ হিসেবে থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। ৩ জানুয়ারি ইসি চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে আজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি। এ ছাড়া আইনি জটিলতায় নাটোর পৌরসভায় নির্বাচন স্থগিত করা হয়। নাটোরে মেয়র পদে ৩, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ ও সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইসির উপসচিব ও পৌরসভার সাধারণ নির্বাচনের সমন্বয়ক (চলতি দায়িত্বে) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। চতুর্থ ধাপে ৫৭ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে। এর মধ্যে নির্বাচন কমিশন (ইসি) চতুর্থ ধাপের জন্য প্রথমে ৫৬ পৌরসভার তফসিল ঘোষণা করে। কিন্তু বিভিন্ন কারণে আরও দুটি পৌরসভা চতুর্থ ধাপে যুক্ত হওয়ায় এ সংখ্যা দাঁড়ায় ৫৮-এ। আর আইনি জটিলতায় ১৭ জানুয়ারি নাটোর সদরের নির্বাচন স্থগিত করা হয়। ফলে ১৪ ফেব্রুয়ারি ৫৭ পৌরসভায় নির্বাচন। এদিকে আগামীতে আরও কিছু পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের জন্য আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বেলা ১১টায় ইসি সচিবালয়ে এ বৈঠক হওয়ার কথা। এ ছাড়া ২৫ ও ২৮ ফেব্রুয়ারি কিছু স্থানীয় সরকার নির্বাচন হবে। গতকাল ইসি এ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

চতুর্থ ধাপে যেসব পৌরসভায় ভোট হবে : ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল; রাজশাহীর নওহাটা, তানোর, গোদাগাড়ী ও তাহেরপুর; লালমনিরহাট সদর ও পাটগ্রাম; নরসিংদী সদর ও মাধবদী; রাজবাড়ী সদর ও গোয়ালন্দ; বরিশালের মুলাদী ও বানারীপাড়া; শেরপুর সদর ও শ্রীবরদী; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ; নাটোর সদর ও বড়াইগ্রাম; খাগড়াছড়ির মাটিরাঙা; বান্দরবান সদর; বাগেরহাট সদর; সাতক্ষীরা সদর; হবিগঞ্জের চুনারুঘাট; কুমিল্লার হোমনা ও দাউদকান্দি; চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া; কিশোরগঞ্জের বাজিতপুর, হোসেনপুর ও করিমগঞ্জ; টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী; পটুয়াখালীর কলাপাড়া; চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা; ফেনীর পরশুরাম; চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ; মাদারীপুরের কালকিনি; নেত্রকোনা সদর; যশোরের চৌগাছা ও বাঘারপাড়া; রাঙামাটি সদর; মুন্সীগঞ্জের মীরকাদিম; শরীয়তপুরের ডামুড্যা; জামালপুরের মেলান্দহ; ময়মনসিংহের ফুলপুর; জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই; নোয়াখালীর চাটখিল; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া; লক্ষ্মীপুরের রামগতি; ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট। এ ছাড়া ৫ জানুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার তফসিল দেয় ইসি। এ পৌরসভায় ভোট হবে ১৪ ফেব্রুয়ারি। ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও মেয়র পদের প্রার্থী মৃত্যুবরণ করায় চতুর্থ ধাপে নির্বাচন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর