মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

খুলনায় সাংবাদিক বালু হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

অসন্তোষ প্রকাশ পরিবারের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সাংবাদিক বালু হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

খুলনায় দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলার বিস্ফোরক অংশের রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান  হিরো এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জাহিদ ওরফে সবুজ, নজু ওরফে রিপন, রিমন ওরফে আসাদুজ্জামান, স্বাধীন ওরফে সৈয়দ ইকবাল হোসেন এবং মাসুম ওরফে জাহাঙ্গীর। রায় ঘোষণার সময় জাহাঙ্গীর পলাতক ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ২০০৪ সালের ২৭ জুন হুমায়ুন কবীর বালু কর্মস্থলে  দৈনিক জন্মভূমির প্রধান ফটকের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন। এ ঘটনায় পুলিশ পৃথক ২টি মামলা দায়ের করে। এদিকে মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় নিহতের পরিবারের সদস্য এবং সাংবাদিক নেতৃবৃন্দ। নিহতের ভাই ও খুলনা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি এস এম জাহিদ হোসেন বলেন, ‘রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করেছিলাম। হত্যা মামলার এক অংশের রায়ে আসামিরা খালাস, আরেক অংশের রায়ে একই আসামিদের যাবজ্জীবন সাজা হওয়ায় তদন্তে গরমিল আছে বলে মনে হচ্ছে। দুর্বল তদন্তের কারণে এ রকম হয়েছে। আমরা ২টি অংশের উচ্চ পর্যায়ের পুনঃতদন্ত এবং বিচার দাবি করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর