বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জনগণের ওপর আস্থা নেই বলে প্রচারণায় বাধা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জনগণের ওপর আস্থা নেই বলে প্রচারণায় বাধা

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ওপর আস্থা নেই বলেই বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। গতকাল রাতে চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, জনগণের ওপর আওয়ামী লীগের আস্থা নেই বলেই চসিক নির্বাচনে বিএনপির প্রচারণায় বিভিন্নভাবে বাধা দিচ্ছে। সন্ত্রাস, ভয়ভীতি, অস্ত্রবাজি আওয়ামী লীগের দুর্বলতার বহিঃপ্রকাশ। জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই তারা সন্ত্রাসের পথ বেচে নিয়েছে। দেশের জনগণ এখনো গুমরে কাঁদছে ভোটাধিকার প্রয়োগের জন্য। ২৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের এ প্রত্যাশা পূরণ করবে। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা একটি সুন্দর নির্বাচন চাই, একটি সুন্দর শহর চাই, একটি স্মার্ট সিটি চাই। এমন একটি নির্বাচন চাই যাতে জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ প্রচারণায় বাধা দিচ্ছে। বার বার অভিযোগ দেওয়ার পরও কোনো প্রতিকার হচ্ছে না। দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, ড. সুকোমল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মশিউর রহমান বিপ্লব প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর