বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনাকালে দেশে ফিরেছেন ৪ লাখের বেশি প্রবাসী কর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সংসদে জানিয়েছেন, চলমান করোনায় গত বছরের এপ্রিল হতে ডিসেম্বর পর্যন্ত ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন  প্রবাসীকর্মী দেশে ফেরত এসেছেন। এদের মধ্যে নারী ৪৯ হাজার ৯২৪ জন। ফেরত আসাদের মধ্যে কর্মহীন হয়ে এবং চুক্তির মেয়াদ শেষে স্বাভাবিক নিয়মে দেশে ফেরা  কর্মীও রয়েছেন। প্রত্যাগত কর্মীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার ৭০০ কোটি টাকার ঋণ কার্যক্রম হাতে নিয়েছে। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে টেবিলে উত্থাপিত ও লিখিত প্রশ্নোত্তরে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের এক  প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে সমস্যাগ্রস্থ কর্মীদের যেন দেশে ফেরত আসতে না হয়, সে লক্ষ্যে আপৎকালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে দূতাবাসের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। করোনার কারণে চাকরিচ্যুত বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশে প্রত্যাগত কর্মীদের এবং প্রবাসে করোনায় মৃত্যুবরণকারী কর্মীর পরিবারের উপযুক্ত সদস্যকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদানের জন্য আর্নার্স কল্যাণ বোর্ড এর তহবিল হতে ২০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যাগত কর্মীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার হতে ৫০০ কোটি টাকাসহ সর্বমোট ৭০০  কোটি টাকা ঋণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের ৭১টি শাখার মাধ্যমে এই ঋণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আইওএম এর সহায়তায় প্রত্যাগত বাংলাদেশি কর্মীদের জন্য পৃথক ডাটাবেজ প্রণয়ন করা হচ্ছে।

সর্বশেষ খবর