সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
অভিযোগ পাল্টা অভিযোগ

নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় প্রতিদ্বন্দ্বী বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের হামলায় নৌকার কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার স্ত্রী আসমা নূর শান্তাসহ পাঁচজন আহত হয়েছেন। হামলায় আহত অন্যরা হলেন ইসরাত জাহান, হামিদা বেগম, কোহিনুর বেগম ও রোজি আকতার। গতকাল সন্ধ্যায় বাকলিয়া থানাধীন চরচাক্তাই এলাকায় এ ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও হামলার অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।’ ১৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়া বলেন, ‘সন্ধ্যায় আসমা নূর শান্তাসহ মহিলা লীগের নেতা-কর্মীরা প্রচারণায় বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিএনপির কাউন্সিলর প্রার্থী ইয়াসিন চৌধুরী আসু এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমানের অনুসারীরা হামলা চালায়। তারা নৌকার মেয়র ও কাউন্সিলর প্রার্থীর প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। হামলায় পাঁচজন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর