সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভোজ্য তেলের দাম নির্ধারণ করবে কমিটি

নিজস্ব প্রতিবেদক

ভোজ্য তেলের দাম নির্ধারণ করবে কমিটি

মুক্তবাজার অর্থনীতিতে কোনো পণ্যের মূল্য নির্ধারণে সরকারের ভূমিকা না থাকলেও এবার দেশের বাজারে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেবে সরকার গঠিত কমিটি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ভোজ্য তেলের যৌক্তিক মূল্য কোন তারিখে কেমন হওয়া উচিত, তা ঠিক করতে একটি কমিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই কমিটি ব্যবসায়ীদের সঙ্গে বসে আন্তর্জাতিক ও দেশের বাজারের মূল্য পরিস্থিতি চুলচেড়া পর্যালোচনা করে দামের সুপারিশ করবে। সরকারের হিসাবে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম গত বছরের তুলনায় প্রায় ৭৫ শতাংশ, যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশের বাজারেও পণ্যটির মূল্যে দাম বাড়ার এই প্রভাব পড়েছে। ট্যারিফ কমিশন সম্প্রতি ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আনতে পণ্যটির ওপর ৪ স্তরের ভ্যাট প্রত্যাহার করে যে কোনো একটি পর্যায়ে করারোপের সুপারিশ জানিয়েছে। এ ধরনের পরিস্থিতিতে গতকাল ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের ৯০ শতাংশ ভোজ্য তেলই আমদানি করা হয়। এ কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে পণ্যটির দাম কত হতে পারে সে বিষয়ে একটি প্রতিবেদন দেবে ট্যারিফ কমিশনের নেতৃত্বে গঠিত ওই কমিটি। ৪ স্তরের ভ্যাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সে ব্যাপারে আমরা এনবিআরকে চিঠি দিয়েছি, উত্তর আসেনি। এখন আবার চিঠি দেব। দামের ভিন্নতা ঠেকাতে সরকার লুজ তেলের পরিবর্তে বোতল ও প্যাকেটজাত তেল বিক্রির ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। এছাড়া আসন্ন রমজানে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবার টিসিবির মাধ্যমে তিনগুণ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালক মো. ওবায়দুল আজম, টিসিবির চেয়ারম্যান ব্রি. জে. মো. আরিফুল হাসান প্রমুখ অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর