বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৮১ হাজার

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে বিআরটিএর তথ্য উদ্ধৃত করে জানান, গত ডিসেম্বর পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ২৯টি। এসব গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড, কারাদন্ড, ডাম্পিংয়ে নেওয়াসহ বিভিন্ন পদক্ষেপও এ সময় তিনি তুলে ধরেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের শীতকালীন অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এমপি এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

যানজট নিরসনে সরকার বদ্ধপরিকর : ফেনী-২ আসনের সরকারদলীয়  এমপি নিজাম উদ্দীন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা আনা ও ঝুঁকিমুক্ত, আরামদায়ক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। জনবান্ধব টেকসই সার্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পরিকল্পিতভাবে গৃহীত ব্যবস্থাগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- ঢাকা মহানগরীর পশ্চিমাংশের সঙ্গে বুড়িগঙ্গার তীরবর্তী  কেরানীগঞ্জের যাতায়াত সহজ করতে তৃতীয় বুড়িগঙ্গা সেতু নির্মাণ। টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসড়ক নির্মাণ। বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াগামী যানবাহনের ঢাকা যাতায়াত সহজ করতে শীতলক্ষ্যা নদীর ওপর সুলতানা কামাল সেতু নির্মাণ। ৫৫ কিলোমিটার দীর্ঘ ঢাকা-খুলনা মহাসড়কে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণ তথা ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত ও পাচ্চর-ভাঙ্গা পর্যন্ত মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। এ ছাড়া দ্বিতীয় কাঁচপুর, মেঘনা গোমতী সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতুর পুনর্বাসন। ২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতু নির্মাণ : জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার (নারায়ণগঞ্জ-৩) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ সম্পন্ন হবে। করোনার কারণে পদ্মা সেতুর কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। ৩ হাজার ৯৪৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক : আয়েন উদ্দিনের (রাজশাহী-৩) লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, দেশে সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় ৩ হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৪ হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর