বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশকে দ্রুততম সময়ে ভ্যাকসিন দিতে অঙ্গীকারবদ্ধ ভারত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে দ্রুততম সময়ে ভ্যাকসিন দিতে অঙ্গীকারবদ্ধ ভারত

বিক্রম দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারবদ্ধ। অনুমতি পেলে বাংলাদেশে ‘ভারত বায়োটেক’ ভ্যাকসিন ট্রায়াল দিতে আগ্রহী আমরা। প্রতিবেশী দেশগুলোকে আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করতে চাই। গতকাল ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস। ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে ভারতের রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান তিনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাইকমিশনার বলেন, ভারত শুধু একা করোনা প্রতিরোধে ইমিউনিটি বাড়াতে চায় না প্রতিবেশী দেশগুলোরও ইমিউনিটি বাড়াতে চায়। শুধু তাই নয়, অনুমতি পাওয়া গেলে বাংলাদেশে ভারত বায়োটেকের ট্রায়াল চালাতেও আগ্রহী আমরা। ভারতে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে জানতে চাইলে বিক্রম দোরাইস্বামী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে খুব শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর