বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দায়ীদের বিরুদ্ধে জেল কোড অনুযায়ী ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

দায়ীদের বিরুদ্ধে জেল কোড অনুযায়ী ব্যবস্থা

কাশিমপুর কারাগার-১ এ কয়েদিকে নারীসঙ্গ সুবিধা দেওয়ার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কারাগারের ওই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের পাঁচজনকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। কারাগারে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে একজন উপসচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা তদন্ত করে কার কতখানি ত্রুটি বিচ্যুতি আছে সেটা দেখবেন। কারা এ ধরনের কাজে সম্পৃক্ত থেকেছেন তাদের সবার বিরুদ্ধে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, আপাতত আমরা সিনিয়র জেল সুপার ও জেল সুপারসহ পাঁচজনকে প্রত্যাহার করেছি। আমরা মনে করি, তদন্ত প্রতিবেদনে আমাদের কাছে যে সুপারিশ আসবে আমরা সেভাবে ব্যবস্থা নেব। ক্র্যাব নেতাদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্র্যাবের নির্বাচন দুই বছর পর পর হওয়া উচিত। এক বছরে কোনো কমিটিই তাদের সব কর্মকান্ড সম্পন্ন করতে পারেন না। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করতে হবে। সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন সাসটেইনেবল পিস। আর সাসটেইনেবল পিসের জন্য প্রয়োজন সাসটেইনেবল সিকিউরিটি।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা আমাদের বড় সমস্যা। আমরা মনে করি, তারা ফেরত যাবে বা তাদের সরকার তাদের ফেরত নিয়ে যাবে। আমরা ভাসানচরে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করছি। সেখানে নতুন থানা চালু করেছি। আমরা ভাসানচর, সুবর্ণচর এ রকম অনেক জায়গায় আস্তে আস্তে যেতে পারব। সেজন্য গণমাধ্যমের পজিটিভ নিউজ আমাদের প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর