বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিন নিয়ে রাজনীতি করা উচিত নয়

নিজস্ব প্রতিবেদক

ভ্যাকসিন নিয়ে রাজনীতি করা উচিত নয়

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশ, জনগণ ও জাতির স্বার্থে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে রাজনীতি করা উচিত নয়। রাজনৈতিক দলগুলো ভ্যাকসিন নিয়ে রাজনীতি করলে এর কার্যকারিতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হবে। গতকাল গুলশানের বাসভবনে দলীয়  নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রুহুল আমিন হাওলাদার বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী সমস্যা। এর কারণে আজ বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হতে চলছে। বাংলাদেশসহ বিশ্বের বহু মানুষের প্রাণহানি হয়েছে। সারা বিশ্ব এর প্রতিরোধে কাজ করছে। ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছেছে। বিশ্বের অনেক দেশের আগে আমাদের দেশে এসেছে। এটি অবশ্যই সরকারের সফলতা। তিনি বলেন, রাজনীতির জন্য সামনে বহু সময় রয়েছে। এখন সবারই উচিত করোনাভাইরাস থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। দেশ ও জনগণকে রক্ষা করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। দেশের সব রাজনৈতিক দলের সম্মিলিত দায়িত্ব জনগণের পাশে দাঁড়ানো। সব ক্ষেত্রে রাজনীতির জন্য রাজনীতি করাটা ঠিক নয়।

করোনা মহামারী কোনো দলীয় সমস্যা নয়, একটি জাতীয় সমস্যা। দলাদলির জন্য জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর