বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভোট দিতে গিয়ে ভোগান্তি

নজিরবিহীন কম উপস্থিতি নারী ভোটারের

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দুর্ভোগ ও ভোগান্তির শিকার হতে হয়েছে অনেক ভোটারকে। কেন্দ্র ও বুথ খুঁজে না পাওয়া, নাম না থাকা, বহুতল ভবনের এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে নাম খুঁজতে দৌড়াদৌড়িসহ নানা ভোগান্তির শিকার হতে হয়েছে তাদের। তবে ইভিএমের কারণে ভোট প্রদানে সময় কম লেগেছে বলে জানান ভোটাররা। এদিকে নজিরবিহীন কম উপস্থিতি লক্ষ্য করা গেছে নারী ভোটারের। একাধিক নারী ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে সংঘর্ষ, সংঘাত, দুই প্রার্থীর কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়াসহ নানা কারণে মহিলা ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহ হারান।

জানা যায়, ভোট দিতে গিয়ে নানাভাবে দুর্ভোগের শিকার হতে হয়েছে অনেককেই। কেন্দ্রের বাইরে ভোটারের তালিকা টাঙানো আছে। কিন্তু অনেক কেন্দ্রে টাঙানো তালিকার সঙ্গে বুথের নম্বরের মিল পাওয়া যায়নি। আবার ভোটারের বুথ ভবনের নিচ তলায় হলেও তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওপরের তলায়। কোনো কোনো কেন্দ্রে নির্দিষ্ট বুথে গিয়ে দেখা গেছে তার নামই নেই ওই বুথে। পক্ষান্তরে ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে অপেক্ষাকৃত বয়োবৃদ্ধ, নারী ও কম লেখাপড়া জানাদের। ঘাট ফরহাদবেগ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার বদিউল আলম বলেন, ‘আমার বুথ ছিল নিচতলায়। কিন্তু আমাকে পাঠিয়ে দেওয়া হলো তিন তলায়। সেখান থেকে আবার নিচতলায়। তবে ইভিএমে ভোট দিয়ে খুব তৃপ্ত হলাম।’ কদম মোবারক এতিমখানা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কাঁকন কুমার বৈদ্য বলেন, ‘এ কেন্দ্রে মোট ২ হাজার ৪৮৫ জন ভোটার। সবার তালিকা দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে। তা ছাড়া কেউ বুথ খুঁজে না পেলে তাকে সহায়তা করার মতো মানুষ কেন্দ্রে অবস্থান করছে।’ আন্দরকিল্লা কদম মোবারক এতিমখানা উচ্চবিদ্যালয় কেন্দ্র, জামাল খান শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট কেন্দ্র, চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সরেজমিন ঘুরে দেখা যায়, মহিলা ভোটারের উপস্থিতি অনেক কম। তবে কেবল মহিলা ভোটার নন, অনেক কেন্দ্রে পুরুষ ভোটারও কম দেখা যায়। কদম মোবারক এতিমখানা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অমিত চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সকাল সকাল মহিলারা ভোট দিতে আসায় অভ্যস্ত নন। এ কারণে সকালের দিকে মহিলা ভোটারের উপস্থিতি কম ছিল। শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিশ্বনাথ বিশ্বাস বলেন, শীতের কারণে মহিলা ভোটারের উপস্থিতি কম।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর