বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রিমান্ড শেষে কারাগারে পি কে হালদারের বান্ধবী অবন্তিকা

আদালত প্রতিবেদক

বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালকে দুর্নীতির মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পলাতক পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন  আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন রিমান্ড পায়। এ বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, পি কে হালদারের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলার তদন্তের অংশ হিসেবে এর আগে গত ২৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করলে অবন্তিকা বড়াল দুদকে যাননি। এ ছাড়া মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় গত ৪ জানুয়ারি পি কে হালদারের আরেক সহযোগী শংখ ব্যাপারীকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। এই চার কোম্পানি হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। এসব কোম্পানি থেকে তিনি ঋণের নামে বিপুল অঙ্কের টাকা সরিয়ে বিদেশে পাচার করেছেন বলে তদন্তকারীদের ভাষ্য।

সর্বশেষ খবর