বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নির্ধারিত সময় এলেই ভ্যাকসিন নেব

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময় এলেই ভ্যাকসিন নেব

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নির্ধারিত সময় এলেই আমি করোনার ভ্যাকসিন নেব। আমি ভ্যাকসিন নিতে আগ্রহী। এটা তো আর আমি এখন চাইলেই নিতে পারব না। নিশ্চয়ই এটার একটা নিয়ম-কানুন রয়েছে। কতগুলো ক্লাস্টারে ভাগ করে সরকার সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনছে। সে অনুযায়ী  আমার সময় যখন আসবে আমি তখনই ভ্যাকসিন নেব। গতকাল পার্চেজ কমিটির সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। করোনার প্রভাবে দারিদ্র্যের হার বেড়েছে কিনা-এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, দেশে কোনো লোকই না খেয়ে থাকে না। আর কভিডের মধ্যে বিবিএস নতুন কোনো জরিপও করেনি। ফলে আমরা আগের পরিসংখ্যানই ব্যবহার করি। প্রসঙ্গক্রমে তিনি বলেন, তবে আপনি বলতেই পারেন বাংলাদেশের সব মানুষ গরিব। এটা বলতে তো কোনো অসুবিধা নেই। গত সপ্তাহে বুধবার অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির  বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে করোনাভাইরাস প্রতিরোধে ভারত  থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর