শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
দিল্লিতে পররাষ্ট্র সচিব

মোদি ঢাকা যেতে উদগ্রীব, বললেন জয়শঙ্কর

কূটনীতিক প্রতিবেদক ও নয়াদিল্লি প্রতিনিধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা যাওয়ার জন্য উদগ্রীব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর গতকাল ভারত সফররত বাংলাদেশ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে এ কথা বলেন। আগামী ২৬ মার্চ এক দিনের জন্য প্রধানমন্ত্রী মোদি ঢাকা সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির আসন্ন ঢাকা সফর নিয়ে আলোচনা হচ্ছে।’ তিন দিনের সফরে বাংলাদেশ পররাষ্ট্র সচিব দুপুরে নয়াদিল্লি এসে পৌঁছান। পরে বিকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মুহাম্মদ ইমরানও পররাষ্ট্র সচিবের সঙ্গে গিয়েছিলেন। বাংলাদেশ পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর হাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের লেখা প্রস্তাব তুলে দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্রও দেওয়া হয়। মুখপাত্র শ্রীবাস্তব বলেন, আজ শুক্রবার দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের পরামর্শ বৈঠক হবে। এ ধরনের ব্যবস্থাপনায় দুই দেশের যাবতীয় দ্বিপক্ষীয় সহযোগিতা আলোচিত হবে। যার মধ্যে রয়েছে- ভ্যাকসিন সহযোগিতা, সীমান্ত, পরিচালন, বাণিজ্য,  যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ, আঞ্চলিক ও বহুদেশীয় বিষয়গুলো। এটা স্পষ্ট রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাবে। বাংলাদেশ উত্থাপন করবে এটা যেমন ঠিক তেমনি ভারতও এ বিষয়ে আলোচনা করবে প্রত্যাবর্তনের রোডম্যাপ নিয়ে। এ ছাড়া উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ও মুক্তিযুদ্ধের ৫০ বছর যৌথভাবে পালনের কর্মসূচি নিয়েও আলোচনা হবে। বাংলাদেশ যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন এক বছর বাড়িয়েছে তাই এ নিয়েও যৌথ কর্মসূচি পালন আলোচনা হবে।

দিল্লিতে ৮০ দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করবেন পররাষ্ট্রসচিব : চার দিনের সফরে ভারতের রাজধানী দিল্লিতে গেলেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। গতকাল সকালে তিনি ঢাকা ত্যাগ করেছেন। আজ (শুক্রবার) ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর বাইরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি আছে তার। হাই কমিশনের বিভিন্ন আয়োজনের পাশাপাশি দিল্লিতে অবস্থানরত ৮০টি দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করবেন পররাষ্ট্রসচিব। সফর শেষে ৩১ জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে পররাষ্ট্রসচিবের। মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, দ্বিপক্ষীয় প্রায় সব বিষয় নিয়ে সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সামিটের যে যৌথ ঘোষণা আছে, তার মধ্যে ফলোআপগুলো নিয়েও আমরা আলোচনা করব। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা। সেই সফরের নানা দিক আলোচনায় থাকবে বলে জানান তিনি।

তাবলিগ জামাত সদস্যদের মুক্তি চাইল বাংলাদেশ : ভারতে আটক বাংলাদেশের তাবলিগ জামাত সদস্যদের মুক্তি চাওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিতে এক বৈঠকে তাদের মুক্তি চাওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ-ভারত পর্যটন ভিসা ফের চালু হচ্ছে : এদিকে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে বন্ধ থাকা পর্যটন ভিসা ফের চালু হতে চলেছে। গতকাল হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত কনস্যুলার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সর্বশেষ খবর