সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

টিকা পৌঁছেছে ৫৮ জেলায়

সারা দেশে ৬৬২ কেন্দ্রে প্রয়োগ করা হবে, ঢাকায় ৪৯টি

নিজস্ব প্রতিবেদক

টিকা পৌঁছেছে ৫৮ জেলায়

করোনা নির্মূলে দেশের ৫৮ জেলায় পৌঁছেছে টিকা। আজকের মধ্যে দেশের বাকি জেলায় পৌঁছে যাবে টিকা। করোনাভাইরাসের টিকার নিবন্ধনের জন্য আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে সুরক্ষা অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। অ্যাপসটি মোবাইলে ডাউনলোড দিয়ে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন ৫৫ বছরের ঊর্ধ্ব বয়সী ব্যক্তি ও মনোনীত সম্মুখসারির কর্মীরা।

টিকা বিতরণ কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, ‘দেশের ৫৮ জেলায় এরই মধ্যে টিকা পৌঁছে গেছে। বাকি টিকা পরিবহনের কাজ চলছে। আজকের মধ্যে দেশের সব জেলায় টিকা পৌঁছে যাবে। সারা দেশের ৬৬২টি কেন্দ্রে টিকা দেওয়া হবে, এর মধ্যে ৪৯টি কেন্দ্র ঢাকায়। ১টি কেন্দ্রে একাধিক বুথ থাকবে।’ 

গতকাল এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘আইসিটি মন্ত্রণালয় আমাদের বলেছে, ৪ ফেব্রুয়ারির মধ্যে ওই অ্যাপ মোবাইলে পাওয়া যাবে। এর মধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপ দেওয়া হবে। টিকা বিতরণের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আজকের মধ্যে দেশের সব জায়গায় টিকা পৌঁছে যাবে। তিনি আরও বলেন, ‘এরই মধ্যে টিকা কেন্দ্রগুলোতে বুথ তৈরি করা হয়েছে। ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণও শেষ পর্যায়ে রয়েছে। সব জেলা-উপজেলার মুখপাত্রদের সঙ্গে কাল (সোমবার) আমাদের একটা মিটিং আছে। তাদের কাছ থেকে আমরা একটা পর্যবেক্ষণ নেব যে তারা কী কী সমস্যা বোধ করছেন। সে সমস্যাগুলো আমরা সমাধান করব।’

আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান শুরু হবে। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, স্বাস্থ্য অধিদফতর এবং আইসিটি মন্ত্রণালয় যৌথভাবে তাদের সহায়তা করবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। তিনি বলেন, এক্ষেত্রে স্থানীয় আইসিটি কার্যালয় কর্মীদের সহায়তায় স্বাস্থ্য বিভাগ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে। প্রত্যেকটা উপজেলায় ইন্টারনেট সংযোগ আছে, ল্যাপটপ দেওয়া আছে। আমরা একটা চিন্তা করেছি, যারা অনলাইনে আবেদন করতে পারবে না, তাদের জন্য একটি এলাকায় গিয়ে নিবন্ধন করে দেওয়া হবে। এভাবে ১০০ জনের রেজিস্ট্রেশন যখন হবে, তখন আমরা তাদের টিকা দেওয়ার একটা নির্ধারিত তারিখ দেব। রেজিস্ট্রেশন হবে অনলাইনেই, আমাদের লোকজন সহযোগিতা করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর