সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
বাজেটপূর্ব আর্থিক সমীক্ষা

ভারতকে শিক্ষা নেওয়ার সুপারিশ বাংলাদেশ থেকে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারতের পার্লামেন্টে আজ সোমবার বার্ষিক বাজেট পেশ করা হবে। তার আগে প্রতি বছরের মতো অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২০-২১ সালের বিগত আর্থিক বর্ষের সমীক্ষা রিপোর্ট লোকসভা ও রাজ্যসভায় পেশ করেন। দুই খন্ডের রিপোর্টে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি নিয়ে একটি অধ্যায় লেখা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ রপ্তানি থেকে যে রাজস্ব আয় করেছে সেটা ভারতের কাছে শিক্ষণীয়। ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি ভি সুব্রামনিয়াম। রিপোর্টে বলা হয়েছে, বিগত দশক ধরেই বাংলাদেশ             রপ্তানি নীতিতে ভারতকে পেছনে ফেলে দিয়েছে। ভারতের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের রপ্তানিতে তুলনামূলক সুবিধা রয়েছে। ২০১৭-১৯ পর্যন্ত বাংলাদেশ যা রপ্তানি করেছে তাতে ভারতের তুলনায় অনেক সুবিধা পেয়েছে।               এই তিন বছরে বাংলাদেশে রপ্তানি বেড়েছে ৮.৬ শতাংশ। সে তুলনায় ভারতের মাত্র ০.৯ শতাংশ। সমীক্ষায় আরও বলা হয়েছে, এই তিন বছরে বাংলাদেশের বিশ্বে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালে যা ছিল ০.১ শতাংশ। সেটা ২০১৯ সালে হয়েছে, ০.৩ শতাংশ। ২০১৫ সাল থেকে হিসাব নিলে দেখা যাবে পাঁচটি প্রধান পণ্য রপ্তানির মোট ৯০ শতাংশ। এগুলো বস্ত্র, গার্মেন্ট, জুতা শিল্প। এতে ব্যাপক অদক্ষ শ্রমিকদের কর্মসংস্থান হয়। সেই তুলনায় ভারতের প্রথম পাঁচটি পণ্য মোট রপ্তানির মাত্র ৪০ শতাংশ। পরিশেষে বলা হয়েছে এর থেকে প্রমাণিত হয় বাংলাদেশ ভারতের তুলনায় অনেক প্রতিযোগিতামূলক সুবিধাজনক অবস্থায় রয়েছে। নীতি প্রবর্তনের সময় এই তত্ত্ব স্মরণ রাখা প্রয়োজন বলে সমীক্ষায় সুপারিশ করা হয়েছে।

যে পণ্য রপ্তানি করলে আন্তর্জাতিক বাজারে বেশি রাজস্ব আদায় করা যাবে। সেদিকে নজর দিতে বলা হয়েছে সমীক্ষায়। এখন লক্ষণীয় হবে বার্ষিক বাজেটে সেই নীতি পরিলক্ষিত হয় কি-না।

সর্বশেষ খবর