মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শুধু ব্যবসায়ী নয়, গবেষণায় নজর দিন

নিজস্ব প্রতিবেদক

শুধু ব্যবসায়ী নয়, গবেষণায় নজর দিন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশে বলেছেন, শুধু ব্যবসায়ীদের দিকে নয়, গবেষণার দিকেও নজর দিন। গবেষণার জন্য জনপ্রতি তিন ডলার হারে বরাদ্দ করুন। জাতীয় বাজেটের উদ্বৃত্ত অর্থ থেকে কিছু টাকা গবেষণায় ব্যয় করা হোক।  গতকাল দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘নতুন অনন্য সার্স-কোভ-২ ভেরিয়েন্ট করোনাভাইরাস শনাক্ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ডা. জাফরুল্লাহ বলেন, সরকারকে গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার সুযোগ করে দিতে হবে। যেসব বাংলাদেশি গবেষক প্রবাসে রয়েছেন, তাদের আমরা ফিরিয়ে আনব। আমাদের গবেষণার সুযোগ করে দিলে, বাজারে যতো করোনা ভ্যাকসিনের নাম শুনছেন, তা ছয় মাসে তৈরি করতে পারব। সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য-আরএনএ মলিকুলার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের দক্ষ গবেষকদের গবেষণায় পাওয়া ক্লিনিক্যাল নমুনা থেকে সার্স কোভ-২ ভেরিয়েন্টের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সের তথ্য তুলে ধরা হয়। এ সময় গবেষকরা বলেন, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার করোনাভাইরাস-সদৃশ মিউটেশন পাওয়া গেছে।

মিউটেশন যে কোনো ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য। ভাইরাস প্রতিনিয়ত নিজের বৈশিষ্ট্য পরিবর্তন করে। করোনাভাইরাসও তাই প্রতিনিয়ত নিজের বৈশিষ্ট্য পরিবর্তনের চেষ্টা করবে। ভ্যাকসিন উৎপাদনকারী কোম্পানিগুলোকে করোনা ভ্যাকসিন আপডেট করার আহ্বান জানান তারা। এতে বক্তব্য দেন গণস্বাস্থ্য সামাজিক মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন মোস্তাফী, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ ও গণস্বাস্থ্যের করোনা কিটের সমন্বয়ক অধ্যাপক ডা. মুহিবউল্লাহ খোন্দকার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ রায়েদ জমিরউদ্দিন, ড. নীহাদ আদনান, গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নজিব মোহাম্মদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

সর্বশেষ খবর