বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন

নিজস্ব প্রতিবেদক

দরপতন অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। গতকাল সপ্তাহের তৃতীয় দিনেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক কমেছে ৩৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস বড় দরপতন হলো  শেয়ারবাজারে।

ডিএসইতে আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫৬৪ পয়েন্টে সূচক নেমে গেছে। দিনের লেনদেন  শেষে সব খাত মিলে ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান  পেয়েছে ৯০টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১৪৭টির। আর ১১৮টির দাম অপরিবর্তিত থাকে। মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। লেনদেন হয়েছে ৭০২ কোটি ৯৩ লাখ টাকা। যা আগের দিন ছিল ৭১৮ কোটি ২২ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১২৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ১ টাকা ৯০ পয়সা কমে প্রতিষ্ঠানটির দর স্থির হয়েছে ৮১ টাকা ৩০ পয়সা। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে  বেক্সিমকো ফার্মা। এ ছাড়া ডিএসইতে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রবি, লংকাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, রিপাবলিক ইন্স্যুরেন্স, এনার্জিপ্যাক পাওয়ার, বিকন ফার্মা এবং ওয়ালটন। অপর দিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০০ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেনে অংশ  নেওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির দাম বেড়েছে। দাম কমেছে ১০৫টির এবং ৬৪টির দাম অপরিবর্তিত থাকে।

সর্বশেষ খবর