বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

গুজব-অপপ্রচারের বিরুদ্ধে কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক

গুজব-অপপ্রচারের বিরুদ্ধে কাজ চলছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সংসদে জানিয়েছেন, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে কাজ চলছে। তিনি বলেন, সারা দেশে গুজব ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিরুদ্ধে অপপ্রচার রুখতে বাংলাদেশ টেলিভিশন জনসচেতনতামূলক বিভিন্ন স্পট ও ফিলার নিয়মিতভাবে প্রচার করে আসছে। এর মধ্যে রয়েছে- গুজবে কান দেবেন না, গুজবে জড়িতদের গ্রেফতারে মাঠে পুলিশ-র‌্যাব, গুজবে বিভ্রান্ত না হয়ে ৯৯৯ নম্বরে কল করুন, গুজব ছড়াবেন না (সামাজিক যোগাযোগমাধ্যমে), আইন নিজের হাতে তুলে নেবেন না ইত্যাদি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের একাদশতম অধিবেশনের সমাপনী দিনে গতকাল টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এমপি মো. আবদুস শহীদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

 

সর্বশেষ খবর