শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিদেশে চিকিৎসা গ্রহণে বছরে ব্যয় ২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, বিদেশে চিকিৎসাসেবা নিতে গিয়ে প্রতি বছর দেশের প্রায় ২ বিলিয়ন ডলার চলে যাচ্ছে। এটি বন্ধে সবার আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে। গতকাল রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্য সচিব এ কথা বলেন।

সভায় স্বাস্থ্য সচিব বলেন, দেশের রোগীরা চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে যাচ্ছেন। এতে প্রত্যেক বছর প্রায় ২ বিলিয়ন ডলার খরচ হচ্ছে। এটা বন্ধ করা চ্যালেঞ্জ। রোগীদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া বন্ধে আমাদের আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে। এ সময় সব স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বক্তব্য দেন।

সর্বশেষ খবর