শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি

তারেক রহমানের দুই বছর জেল

নড়াইল প্রতিনিধি

বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নড়াইলে দায়ের হওয়া মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছে আদালত। গতকাল নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে বিএনপির সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। বঙ্গবন্ধুকে ‘রাজাকার ও পাকবন্ধু’ বলে মন্তব্য করেন তারেক রহমান। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মুক্তিযোদ্ধা শাহাজান বিশ্বাস বাদী হয়ে নড়াইল সদর আমলি আদালতে তারেক রহমানের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা করেন। তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতে উপস্থিত ছিলেন না। এ ছাড়া তার পক্ষে কোনো আইনজীবীও ছিলেন না। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যে রায় হয়েছে, তাতে আমরা খুশি হয়েছি। তিনি বিদেশে পলাতক আছেন। গ্রেফতার হওয়ার পরই তারেক রহমানের এ সাজা কার্যকর হবে।’ নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পিপি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করায় তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা সম্ভব হয়নি।

রাজধানীতে বিএনপির বিক্ষোভ : নড়াইলের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি মানহানি মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় নয়াপল্টনের সামনে গিয়ে শেষ হয়। তার আগে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি নেতা রিজভী আহমেদ ছাড়াও ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সস্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি ওমর ফারুক কাওছার, পার্থদেব মন্ডল, আমিনুর রহমান আমিন, মো. শাহনেওয়াজ, তানজিল হাসানসহ কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে বৃহস্পতিবার সকালে রায় ঘোষণা করেন নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২-এর বিচারক আমাতুল মোর্শেদা।

সর্বশেষ খবর