শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

তিন গুচ্ছে ভর্তি পরীক্ষা হবে ২৯ বিশ্ববিদ্যালয়ে

আকতারুজ্জামান

দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও এর মধ্যে ২৯টি এবার ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে সম্মান প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। তিনটি গুচ্ছে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। এপ্রিলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করা হতে পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ছয়টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনটি গুচ্ছে ভিন্ন ভিন্ন পরীক্ষার আয়োজন করবে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘২৯ বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিচ্ছে। বাকিগুলো নিজ নিজ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার আয়োজন করবে। আশা করি এবারের গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়কে দেখে অন্য বিশ্ববিদ্যালয়গুলোও আগামী শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করবে।’ গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় অংশ নেওয়া তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ছয়টি কৃষি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সায়েন্স বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি ধারার ২০টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন ছো মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদিকে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তমতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোয় প্রাথমিক আবেদনে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। যেসব শিক্ষার্থীর ন্যূনতম যোগ্যতা থাকবে তারা সবাই প্রাথমিক আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু আবেদনকারীর বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম জিপিএ ৭, বাণিজ্য শাখার জন্য ন্যূনতম জিপিএ ৬ দশমিক ৫ এবং মানবিক শাখার জন্য ন্যূনতম জিপিএ ৬ থাকতে হবে। তবে প্রতি শাখায় (বিজ্ঞান/বাণিজ্য/মানবিক) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। শুধু এ বছরের জন্যই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০১৯ ও ২০২০ সালে এইচএসসি পাসকৃত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীরা ৫০০ টাকা জমা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করবেন। প্রসঙ্গত, ভর্তিচ্ছুদের দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করতে কয়েক বছর ধরে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর ও রাষ্ট্রপতিও গুচ্ছ ভর্তি পদ্ধতির ব্যাপারে অভিপ্রায় ব্যক্ত করেছেন। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না।

সর্বশেষ খবর