শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আশাবাদী নই রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে

নিজস্ব প্রতিবেদক

আশাবাদী নই রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে

মির্জ্জা আজিজুল ইসলাম

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, রিজার্ভ চুরির পর বাংলাদেশ ব্যাংক যে মামলা করেছিল সেটা এখনো শেষ হয়নি। আদালতে প্রতিবেদন দাখিল হয়নি। নিজের দেশেই যখন এ অবস্থা বিদেশে সেটা কত কঠিন হবে বোঝা যায়। এই মামলা যেসব দেশের সঙ্গে সংশ্লিষ্ট সেসব দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি বলে যে নিজেরাই তো প্রতিবেদন দিতে পারনি। তাহলে কী ভবিষ্যৎ আমরা আশা করতে পারি? রিজার্ভ চুরির ঘটনায় যে টাকা খোয়া  গেছে তা উদ্ধার করার বিষয়ে আমি মোটেই আশাবাদী নই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জ্জা আজিজ আরও বলেন, যখন চুরি হয়েছিল তখনই আমি বলেছি, এই টাকা উদ্ধার করা খুবই কঠিন। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে যে মামলা চলছে সেসব তাদের দেশের আইনে। কিন্তু ভুক্তভোগী দেশ আমরা। তাই তারা আমাদের স্বার্থ রক্ষা করার আগে নিজেদের স্বার্থ রক্ষা করবে। আমরা যতই চেষ্টা করি না কেন ফিলিপাইন চেষ্টা করবে কোনো ধরনের অর্থ না দিতে। যারা চুরি করেছে তাদের কাছ থেকে আদায় করতে না পারলে নিশ্চয়ই তারা নিজেদের টাকা আমাদের দিয়ে দেবে না। ফলে বিষয়টা খুবই কঠিন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। তিনি আরও বলেন, পাঁচ বছর হয়ে গেছে আমাদের এখানকার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ খবর