শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেশপ্রেমেরই অংশ ভাষাপ্রীতি

হাসনাত আবদুল হাই

দেশপ্রেমেরই অংশ ভাষাপ্রীতি

মহান ভাষা আন্দোলন ও অমর একুশে আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীতে মাতৃভাষার জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। সুতরাং ভাষাপ্রীতি দেশপ্রেমেরই অংশ। ভাষা আন্দোলন ঘিরে বিশ্বব্যাপী ১৯৯৯ সাল থেকে ভাষার জন্য আমাদের জীবনদানের দিন ফেব্রুয়ারির ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। কিন্তু আমরা আজও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করতে পারিনি। তরুণ প্রজন্ম বাংলা ভাষা বিকৃত উচ্চারণ করছে। টেলিভিশন, রেডিওতে ইচ্ছামতো ভাষার বিকৃতি হচ্ছে। এ নিয়ে কারও কোনো উদ্বেগ নেই। অথচ ভাষা বিকৃতির গ্লানি আমাদের। দেশে অবশ্যই প্রমিত ভাষা ও বানানরীতি থাকা প্রয়োজন। একুশের প্রতিশ্রুতি ছিল ভাষা ও সাহিত্য এবং সাংস্কৃতিক জাগরণের জন্য। এ উদ্দেশ্যে প্রয়োজন ছিল বাংলা চর্চা ও সমৃদ্ধি সাধন। অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান সর্বস্তরে প্রমিত বাংলা ভাষার ব্যবহার। উচ্চশিক্ষায় বাংলা ভাষার ব্যবহার একেবারেই সীমিত, এর মূল কারণ বাংলায় লেখা পাঠ্যপুস্তকের অভাব। এ ব্যাপারে বাংলা একাডেমিকে উদ্যোগ নিতে হবে। সর্বস্তরে বাংলা প্রচলনের জন্য বাংলা ভাষায় গ্রন্থ প্রকাশ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা রয়েছে, তা কার্যকর করতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেসব উচ্চতর গবেষণা হচ্ছে তা যথাযথ সম্পাদনা করে বই আকারে প্রকাশ করতে হবে। মেধাবী শিক্ষকদের উচ্চতর গবেষণার মান বাড়ানোর ওপর জোর দিতে হবে। গবেষণার জন্য তাদের বৃত্তির ব্যবস্থা করতে হবে। বিদেশি বই অনুবাদের ব্যবস্থা করতে হবে। এতে মাতৃভাষায় জ্ঞানচর্চা বাড়বে। ফ্রান্সে একাডেমি অব ফ্রান্সের অনুমতি ছাড়া নতুন কোনো শব্দ জনসাধারণের কাছে ব্যবহার করা যায় না। গণমাধ্যম, বই, পত্রপত্রিকায় নতুন শব্দ ব্যবহার করতে তাদের অনুমোদনের প্রয়োজন হয়। আমাদের দেশের রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এসব নিয়ম মানে না। বিদেশে আমাদের দূতাবাসের অধীন ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ গড়ে তুলতে হবে। ভারত আমাদের দেশে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের দুটো শাখা চালু করেছে। এখানে অলিয়ঁস ফ্রঁসেস, রুশ সাংস্কৃতিক কেন্দ্র, গ্যেটে ইনস্টিটিউট চালু রয়েছে। এমনকি ব্রিটিশ কাউন্সিল বহু বছর বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, প্রকাশনাসহ নানাবিধ সাংস্কৃতিক কার্যক্রম চালাচ্ছে। আমরা দেশীয় সংস্কৃতি তুলে ধরতে পারছি না। ভাষাপ্রীতির মাধ্যমে দেশপ্রেম বাড়ে। লেখক : কথাসাহিত্যিক ও সাবেক সচিব।

সর্বশেষ খবর