শিরোনাম
শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ট্রাম্পের শাস্তি চান না অর্ধেক আমেরিকান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ট্রাম্পের শাস্তি চান না অর্ধেক আমেরিকান

অবিশ্বাস্য হলেও সত্য যে, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলায় সরাসরি নির্দেশ প্রদানের জন্য অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তির ব্যাপারে সমানসংখ্যক আমেরিকানের দ্বিমত পাওয়া গেছে। কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত জাতীয়ভিত্তিক সর্বশেষ এক জরিপে গত ৪ ফেব্রুয়ারি এমন তথ্য উদঘাটিত হয়েছে। ইউএস সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় ইমপিচমেন্ট ট্রায়ালে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা উচিত কিনা- সে আলোকে এ জরিপ চালানো হয়। এতে অংশগ্রহণকারী ডেমোক্র্যাটদের ৮৬% ট্রাম্পকে শাস্তি প্রদান করা উচিত বলে মত দিয়েছেন। রিপাবলিকানদেরও ঠিক ৮৬% বলেছেন যে, ট্রাম্পকে শাস্তির পরিবর্তে অব্যাহতি প্রদান করা উচিত। দলীয় সমর্থকদের মধ্যে সরাসরি এমন বিভাজনের ইঙ্গিতে ৩ নভেম্বরের জাতীয় নির্বাচনের প্রভাবই পরিলক্ষিত হলো। সেই নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৭৪ মিলিয়ন ভোট এবং বাইডেন জয়ী হয়েছেন প্রায় ৮০ মিলিয়ন ভোটে। এই জরিপে অংশগ্রহণকারী নির্দলীয় আমেরিকানদের ৪৯% ট্রাম্পের শাস্তি চেয়েছেন। আর ট্রাম্পের বিচারের বিরোধিতা করেছেন ৪৫%। উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে এই বিচার শুরু হবে। ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলায় সমর্থকদের উসকে দেওয়া এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হত্যায় প্রবৃত্ত করাসহ নিরাপত্তারক্ষী হত্যায় মদদদানের জন্য ১৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে ইমপিচের সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ খবর