শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সরকার ইসিকে ধ্বংস করে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার ইসিকে ধ্বংস করে দিয়েছে

‘সরকার নির্বাচন কমিশনের (ইসি) মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচন ও পৌরসভা নির্বাচনে জাতি আবারও অবাক বিস্ময়ে দেখেছে সরকারদলীয়রা কীভাবে ভোট দিয়েছেন। এভাবে তামাশার নির্বাচন না দিয়ে প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থীদের তার দফতর থেকে ঘোষণা দিয়ে দিলে টাকা এবং জানমালের রক্ষা হতো। গতকাল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমকে সভাপতি, আবদুল আউয়াল মজুমদারকে সেক্রেটারি করে ঢাকা মহানগর দক্ষিণ এবং হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে সভাপতি এবং মাওলানা আরিফুল ইসলামকে সেক্রেটারি করে সংগঠনের ঢাকা মহানগর উত্তর কমিটি ঘোষণা করেন পীর চরমোনাই। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও আলহাজ আমিনুল ইসলাম। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। দক্ষিণের সেক্রেটারি মাওলানা এ বি এম জাকারিয়া ও উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম সম্মেলন পরিচালনা করেন।

সর্বশেষ খবর