রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভারত ও বাংলাদেশ সহযোগিতার অনন্য মডেল গড়েছে

------ হর্ষবর্ধন শ্রিংলা

প্রতিদিন ডেস্ক

ভারত ও বাংলাদেশ সহযোগিতার অনন্য মডেল গড়েছে

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত ও বাংলাদেশ সহযোগিতার এক অনন্য মডেল গড়ে তুলেছে। দক্ষিণ এশিয়ায় এ ধরনের সহযোগিতার দৃষ্টান্ত নেই।

তিনি শুক্রবার কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন।

শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। তিনি বলেন, উভয় দেশ ইতিহাস, সংস্কৃতি ও ভাষায় সমৃদ্ধ। সবচেয়ে বড় কথা স্বাধীনতা, ন্যায়বিচার আর বহুত্ববাদে তাদের রয়েছে অবিচল বিশ্বাস। এ অভিন্নতাকে তিনি ভবিষ্যতের শান্তি ও সমৃদ্ধির পথে সেতু বলে অভিহিত করেন। ‘দ্য নিউ টাইমস অব ইন্ডিয়া’ জানায়, উৎসবে বক্তৃতাকালে ভারতীয় পররাষ্ট্র সচিব দুই দেশের মধ্যকার নিবিড় সম্পর্কের বর্ণনা দিয়ে বলেন, মহামারী-উত্তর সময়টায় বিশ্ব যখন বিরাট দোলাচলের মুখোমুখি তখনো আমাদের সম্পর্ক জোরদার থেকে জোরদার হয়ে চলেছে। সাম্প্রতিক মাসগুলোয় ভারত-বাংলাদেশ তাৎপর্যময় মতবিনিময় হওয়া প্রসঙ্গে বলতে গিয়ে ঢাকায় তার দুই দফা সফরের বিষয় উল্লেখ করে শ্রিংলা বলেন, করোনাভাইরাস মহামারী চলতে থাকা সত্ত্বেও ওই বিনিময় আমাদের হয়েছে। তিনি বলেন, ‘সহযোগিতা এগিয়ে চলেছে অদম্য গতিতে। আমাদের প্রধানমন্ত্রী তাঁর ঢাকা সফরের প্রতীক্ষায় রয়েছেন।’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা বাংলাদেশ-ভারত ঐতিহাসিক বন্ধনের উল্লেখ করে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘বেশ গর্বের সঙ্গেই বলছি, আমাদের সৈনিকদের রক্ত দিয়েই আমাদের দুই দেশের ঐতিহাসিক গভীর বন্ধন সোনার আখরে লেখা হয়েছে। আমাদের জনগণের দৃঢ়সংকল্পবদ্ধতা এ বন্ধনকে সুরক্ষা দিয়ে চলেছে।’ তিনি বলেন, ১৯৭১-এর চেতনা দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছিল; একাত্তরের সে চেতনাই ভারত-বাংলাদেশ সম্পর্কে গতি সঞ্চার করছে এবং আজ আমরা স্বীকার করি, একাত্তরের সে চেতনাই আগামী বছরগুলোয় সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করবে।’ হর্ষবর্ধন শ্রিংলা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, চিকিৎসা নিতে আর ভ্রমণের জন্য বাংলাদেশের নাগরিকরা ভারতে আসেন। তিনি জানান, তিনি ঢাকায় হাইকমিশনার থাকাকালে বছরে ৫ লাখ ভিসা ইস্যু করা হয়েছিল। চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেরও পঞ্চাশ বছর। এ প্রসঙ্গে শ্রিংলা বলেন, এ বিষয়গুলো উভয় দেশ নানাভাবে উদ্যাপন করবে, নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠান করবে। অন্যান্য দেশেও করবে। ভারত ও বাংলাদেশ যৌথভাবে পালন করবে মুজিববর্ষ। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, মুম্বাইতে গত মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। দুই দেশের যৌথ প্রযোজনায় ছায়াছবি নির্মিত হওয়াকে তিনি ‘অভিনন্দনযোগ্য প্রয়াস’ বলে অভিহিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর