রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

তারা নিজেদের ছায়া দেখেই ভয় পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

তারা নিজেদের ছায়া দেখেই ভয় পাচ্ছেন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির ছয় মহানগরের সমাবেশের কথা শুনে ক্ষমতাসীন দলের নেতারা বিচলিত হয়ে পড়েছেন। আসলে জনরোষের ভয়ে তারা এখন নিজেদের ছায়া দেখলেই ভয় পাচ্ছেন। গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের তৃতীয় বার্ষিকী উপলক্ষে আগামীকাল রাজধানী ঢাকাসহ সব জেলা ও মহানগরীতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা দেন দলের এই মুখপাত্র। আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশে রিজভী আহমেদ বলেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ছয় মহানগরে বিএনপি ঘোষিত মহাসমাবেশ কর্মসূচি শক্ত হাতে দমনের হুমকি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জনরোষের ভয়ে আপনারা ঘরে বসে হুঙ্কার দিচ্ছেন। আর হুঙ্কার দিয়ে লাভ নেই। আপনাদের জারিজুরি সব ক্রমাগত ফাঁস হচ্ছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর