শিরোনাম
রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেশ এগিয়ে যাচ্ছে বলেই নানা ফন্দি-ফিকির

নিজস্ব প্রতিবেদক

দেশ এগিয়ে যাচ্ছে বলেই নানা ফন্দি-ফিকির

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে বলেই নানা ফন্দি-ফিকির হচ্ছে। আমাদের কত ধরনের শত্রু আছে। এই যে আলজাজিরা কোনো রাষ্ট্রও না, দেশও না। তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যও নেই। মিয়ানমার আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের সমস্যা আছে। প্রতিবেশীর সঙ্গে মাঝে                মাঝে এরকম সমস্যা হয়। আবার মিটমাট হয়ে যায়। কিন্তু আলজাজিরার সঙ্গে সেই সমস্যাও নেই। তাহলে এমন ধরনের মিথ্যাচার কেন করা হচ্ছে? তিনি গতকাল দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সভায় বক্তৃতা করছিলেন।

স্মরণসভায় আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আলজাজিরা একটি কোম্পানি। তারা (আলজাজিরা) তেল কোম্পানি, গ্যাস কোম্পানি, দখল কোম্পানি ও তথ্য কোম্পানি। তারা কেন এভাবে আমাদের বেছে নেবে? নানা কাঠখড় পুড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আলজাজিরা কাট অ্যান্ড পেস্ট এডিটিং করে কী একটা করে দিল। এগুলো তারা এখন করছে। আমার প্রশ্ন, কেন আলজাজিরা এটা করছে? তিনি বলেন, পায়ের ছাপ ধরে ধরে পুলিশ যেমন চোর ধরে, আলজাজিরার নিউজ করানোর ক্ষেত্রেও কিছু লোকের পায়ের ছাপ আমরা দেখছি। তবে আমরা যদি এক হয়ে থাকি, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। বিএনপি একটানা ২০ থেকে ২৫ বছর মিথ্যাচার করে পারেনি, এরাও পারবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর